
রবিবার ০৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করল নির্বাচন কমিশন। রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে চলতি মাসেই একাধিক সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিল বিজেপি। সেই বিজ্ঞাপনের জেরে কমিশনে নালিশ করে তৃণমূল। এর জেরে সুকান্তকে শোকজ করল কমিশন। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে তাঁর জবাব তলব করা হয়েছে। জবাব না দিলে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছে কমিশন।
৫ মে একাধিক সংবাদপত্রে বিজেপির তরফে একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল। যেখানে তৃণমূলকে 'দুর্নীতির আঁতুড়ঘর' বলে আক্রমণ করে বিজেপি। এই বিজ্ঞাপনে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তোলে তৃণমূল। কমিশনে নালিশ জানাতেই শনিবার বালুরঘাটের বিজেপি প্রার্থীকে শোকজ নোটিশ দেয় কমিশন।