
সোমবার ০৫ মে ২০২৫
অলক সরকার, শিলিগুড়ি: কলকাতা থেকে ৫ জনের এক পর্যটক দল ভোররাতে শিলিগুড়ি পৌঁছন। কালবিলম্ব না করে শেষরাতেই গাড়ি ভাড়া করে সিকিমের উদ্দেশে রওনা হন। কিন্তু পথেই নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে গাড়িটি গড়িয়ে সোজা নদীতে গিয়ে পড়ে। ফলে ঘটনাস্থলেই পর্যটক দলের একজন ও গাড়ির চালক মারা যান। বাকিরা বর্তমানে চিকিৎসাধীন।
জানা গেছে, শনিবার ভোররাতেই গাড়িটি পর্যটক দলকে নিয়ে সিকিমের উদ্দেশে রওনা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, পর্যটকরা সকলেই কলকাতার। ১০ নম্বর জাতীয় সড়ক ধরেই তাঁরা যাচ্ছিলেন। সিকিমের সিংথামের কাছে সংখোলায় রানিখোলা নদীতে পড়ে যায়। ঘটনাস্থলেই রবীন্দ্রনাথ পাল (৭২) নামের এক পর্যটকের মৃত্যু হয়। বাঁচানো যায়নি গাড়ির চালককেও। যদিও চালকের নাম-পরিচয় এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। নদীতে নেমে বাকি পর্যটকদের উদ্ধার করতে স্থানীয় মানুষ যেমন ঝাঁপিয়ে পড়ে, তেমনই সেখানে পুলিশ সাহসী ভূমিকার পরিচয় দেয়। পাহাড়ি নদী থেকে সমস্ত পর্যটকদের উদ্ধার করে ৪ পর্যটককে সিকিমের সিংথাম হাসপাতালে ভর্তি করানো হয়। যতদূর জানা গেছে, সেই পর্যটকদলে চার বছরের এক শিশুও রয়েছে। সাতসকালে এতবড় ঘটনায় সংখোলার সর্বত্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর চলে আসে শিলিগুড়িতেও। সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠেন পর্যটন ব্যবসায়ীদের সংগঠনও। ‘হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজ়ম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক’-এর সাধারণ সম্পাদক সম্রাট স্যানাল বলেন, ‘আমরা নিয়মিত যোগাযোগ রাখছি সিকিম প্রশাসনের সঙ্গে। সিকিম সরকার গোটা বিষয় তদন্ত করে দেখার কথা জানিয়েছে। এখনও পর্যন্ত আর কারও কঠিন আঘাত নেই বলেই জানতে পারছি।’
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী