
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চব্বিশের লোকসভা নির্বাচনে দিল্লিতে বাড়িতে বসেই ভোট দিলেন বর্ষীয়ান রাজনীতিকরা। শনিবার ভোট দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, প্রাক্তন উপরাষ্ট্রপতি মহম্মদ হামিদ আনসারি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ড. মুরলি মনোহর যোশী। সমাজ মাধ্যমে ঘরে বসে তাঁদের ভোটদানের কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
চলতি বছরে ৮৫ বছরের ঊর্ধ্ব এবং বিশেষভাবে সক্ষম ভোটাররা বাড়িতে বসেই ভোটদান করতে পারছেন। বৃহস্পতিবার থেকে দিল্লিতে শুরু হয়েছে বাড়িতে গিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া। আগামী ২৫ মে দিল্লিতে ভোট। ২৪ মে শুক্রবার পর্যন্ত বাড়িতে বসে বিশেষভাবে সক্ষম, বয়স্করা ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, শনিবার পর্যন্ত দিল্লিতে ২৯৫৬ জন ভোটার বাড়ি বসে ভোট দিয়েছেন।