
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের প্রচারে রবিবার ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার এবং সোমবার দুদিনের সফরে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। দুদিন মিলিয়ে পাঁচ সভা করার কথা রয়েছে তাঁর। সোমবার ২০ মে দেশজুড়ে পঞ্চম দফার ভোট। বাংলাতেও সাত লোকসভা কেন্দ্রে ভোট হবে। তার মধ্যেই সভা করবেন প্রধানমন্ত্রী।
রবিবার বাংলায় পৌঁছে তিনটি সভা করবেন প্রধানমন্ত্রী। পুরুলিয়া, বিষ্ণুপুর এবং মেদিনীপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা রয়েছে। এরপর২০ মে পঞ্চম দফার ভোট চলাকালীন কাঁথি, তমলুক এবং ঘাটাল লোকসভা কেন্দ্রকে সামনে রেখে হলদিয়া এবং ঝাড়গ্রামে আরও দুটি সভা করবেন তিনি।