
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: যৌন নির্যাতন মামলায় এই প্রথম মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া। তিনি বলেন, নাতি প্রজ্জল যদি দোষ করে তবে সে শাস্তি পাবে। তবে তাঁর ছেলে এইচ ডি রেভান্নর বিরুদ্ধে যে যৌন নির্যাতন ও অপহরণের অভিযোগ উঠেছে তা মিথ্যা। শনিবারই দেবেগৌড়ার ৯২ তম জন্মদিন ছিল। তবে দলের সমর্থকদের তিনি বাড়িতে আসতে বারণ করে দেন। দেবেগৌড়া আরও বলেন, গোটা বিষয়টি এখন আদালতের বিচারাধীন। প্রজ্জল রেভান্ন ভারতের বাইরে রয়েছে। এটা রাজ্য সরকারের দায়িত্ব তারা যেন সঠিকভাবে তদন্তের কাজ করে। প্রসঙ্গত, প্রজ্জলের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগের পরই দেশ থেকে পালিয়ে যায় সে। বর্তমানে প্রজ্জল জার্মানিতে রয়েছে। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। প্রজ্জল এনডিএ জোটে হাসান লোকসভা আসনের প্রার্থী ছিল।