সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: ভরতপুরে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি, আহত পুলিশকর্মী

Rajat Bose | ১৮ মে ২০২৪ ১৯ : ৪০Rajat Bose


‌‌‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ লোকসভা নির্বাচন মিটতেই উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সালার থানার উজনিয়া গ্রাম। শনিবার সকালে তৃণমূল কংগ্রেসের বহরমপুর–মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সম্পাদক আজহারউদ্দিন সিজারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। 
অভিযোগ সিজারের বাড়িতে বোমাবাজির পর তাঁর কিছু অনুগামী তৃণমূল কংগ্রেসের অপর গোষ্ঠীর লোকেদের লক্ষ্য করে বোমাবাজি করে। ঘটনার খবর পেয়ে গ্রামে পৌঁছায় সালার থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ পুলিশের সামনেই বোমাবাজি করে তৃণমূলের দুই গোষ্ঠী। গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠীর বোমাবাজির মাঝে পড়ে পুলিশের এক কনস্টেবলের পায়ে বোমার স্প্লিন্টার লাগে। যদিও সালার থানার এক আধিকারিকের দাবি ওই পুলিশকর্মী পড়ে গিয়ে অল্প আহত হন। প্রসঙ্গত, আজহারউদ্দিন সিজার জেলা সম্পাদক নির্বাচিত হওয়ার আগে ভরতপুর–২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পদে আসীন ছিলেন। ২০২২ সালে মুস্তাফিজুর রহমান ব্লক সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর দু’‌জনের মধ্যে তিক্ততার সৃষ্টি হয়। অভিযোগ মুর্শিদাবাদে লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকেই উজনিয়া গ্রামে সিজারের অনুগামীদের মুস্তাফিজুর রহমানের অনুগামীরা মারধর করছিল। শনিবার সকালে কিছু দুষ্কৃতী সিজারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ এর পরে সিজারের অনুগামীরা ওই গ্রামের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অনুগামীদের লক্ষ্য করে বোমাবাজি করে। 
সিজার বলেন, ‘‌কয়েকদিন ধরেই গ্রামে অশান্তির বাতাবরণ তৈরির চেষ্টা চলছে। এদিন সকালে আমার বাড়ি লক্ষ্য করে ছ’‌টি বোমা ছোড়া হয়েছে। কারা এই বোমাবাজির পেছনে জড়িত রয়েছে তা জানি। কিন্তু তৃণমূল জেলা সম্পাদক হিসেবে আমি চাই এলাকায় শান্তি বজায় থাকুক। তাই তাদের নাম বলছি না।’‌ ভরতপুর–২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মুস্তাফিজুর রহমানের দাবি, ‘‌এলাকার সবাই জানে এ বছরের লোকসভা নির্বাচনে সিজার কংগ্রেসের হয়ে ভোট করেছেন। তার বাড়িতে এলাকার কুখ্যাত দুষ্কৃতীদের আনাগোনা। সিজারের সঙ্গে তৃণমূলের সম্পর্ক অনেকদিন আগেই ছিন্ন হয়ে গেছে। আজকের বোমাবাজির ঘটনা পুলিশের সামনেই হয়েছে। পুলিশ নিরপেক্ষ তদন্ত করলে সব কিছুই প্রকাশ্যে আসবে।’‌ 
যদিও ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর আবার সিজারের পাশে দাঁড়িয়ে বলেন, ‘‌একুশের বিধানসভা নির্বাচনের আগে সিজার দলবিরোধী কাজ করলেও গত কয়েক বছর ধরে সে এলাকায় তৃণমূলের সংগঠন বাড়ানোর কাজ করেছে। এবছরও লোকসভা নির্বাচনে সে ইউসুফ পাঠানের হয়ে ভোট করেছে। আমার কাছে তথ্য রয়েছে ব্লক সভাপতি মুস্তাফিজুরের অনুগামীরাই কংগ্রেসের হয়ে এলাকায় ভোট করেছে। তবে আমি দু’‌পক্ষকেই বলব এলাকায় শান্তি বজায় রাখার জন্য।’‌ 
গোটা ঘটনা প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘‌মুর্শিদাবাদে লোকসভা নির্বাচন হয়ে যাওয়ার পর তৃণমূল দলে হতাশা বাড়ছে। নেতারা পরাজয়ের ইঙ্গিত দেখতে পাচ্ছেন। তাই নিজেদের দলের মধ্যেই তারা প্রতিহিংসার রাজনীতি করছে। বোমাবাজির বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হবে।’‌ 










নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়া