
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নদিয়া জেলার কল্যাণীতে অনুষ্ঠিত হল ভারত- বাংলাদেশ মৈত্রী উৎসব। দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করতে বিগত দু" বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন করছে বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ। গত বৃহস্পতিবার থেকে কল্যাণী সেন্ট্রাল পার্কের ভাষা উদ্যানে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব। সংস্থার সাধারণ সম্পাদক আশিস সরকার বলেন, "বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে, আর অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের এই পরিকল্পনা। এবার আমরা নদী বাঁচাও পরিকল্পনার ওপর জোর দিয়েছিলাম। যে কারণে উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চনদীর জলের মিলন নামে একটি ছোট্ট প্রয়াস নিয়েছি আমরা। ঢাকার পদ্মা, খুলনার রূপসা, আর বাংলায় গঙ্গা, চূর্ণী এবং জলঙ্গীর জল মিলিত হয়েছে এই অনুষ্ঠানে।"
ওপার বাংলা থেকেও একাধিক গুণীজন এসেছিলেন। বাংলাদেশ বেতারের উপস্থাপক দিলরুবা খানম ছুটি বলেন, "বাংলা ভাষা এমন একটা ভাষা যার নামে একটা গোটা দেশ রয়েছে। আর ভারতের মত বিশাল দেশে যখন এই বাংলা ভাষা নিয়ে অনুষ্ঠান হয় তখন আমাদের সত্যিই গর্ববোধ হয়।" নড়াইল থেকে কল্যাণীতে এসেছিলেন সমাজসেবী সৈয়দ খায়রুল আলম। তিনি জানান, "দুই বাংলার সাহিত্য, শিল্প, সংস্কৃতির প্রচুর মিল রয়েছে। আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ।" পাঁচদিন ধরে চলেছে এই ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব। দুই বঙ্গের শিল্পীরাই নৃত্য, সঙ্গীত, আবৃত্তি পরিবেশন করেছেন। শুধু কল্যাণী নয়, পশ্চিমবঙ্গের ১২টি জেলা জুড়ে এই অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদের সংস্থার সাধারণ সম্পাদক। ইতিমধ্যেই কৃষ্ণনগর, শান্তিনিকেতন এবং ঢাকায় আয়োজিত হয়েছে ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও