
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক : নির্বাচনের কাজ চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন কেন্দ্রীয় বাহিনীর এএসআই। তাঁর নাম মহেন্দ্র সিং। মুরারা ২০৩ নম্বর বুথে মোতায়ন ছিলেন এই বিএসএফ আধিকারিক। বীরভূম লোকসভা কেন্দ্রের জাগরণী পাঠশালায়, বুথ নম্বর ২০৩-এ কাজ করার সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্ত করা হবে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।