
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক : ভোটের সকাল থেকেই রাজ্যের আটটি কেন্দ্র থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এল। এবার উত্তেজনা ছড়াল মন্তেশ্বরে। সেখানে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। তাঁর গাড়ির সামনে শুয়ে পড়েন একাধিক তৃণমূল কর্মী। এমনকী, দিলীপ ঘোষের নিরাপত্তায় থাকা জওয়ানদের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীদের মধ্যে একজন আহত হয়েছেন। ধাক্কাধাক্কির জেরে এক তৃণমূলকর্মীও আহত হয়েছেন। তুল্লাবাজারে এই ঘটনাকে ঘিরে রীতিমতো তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট জেলা শাসকের কাছ থেকে ২ ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।