
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ১৩ মে রাণাঘাট কেন্দ্রে ভোট। ভোটের মুখে বড় চমক বিজেপির। শনিবার রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রচারের শেষলগ্নে অভিনেতা, রাজনীতিক মিঠুন চক্রবর্তীর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। মুকুটমণি রানাঘাটের তৃণমূল প্রার্থী। গত বছর স্বস্তিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। সে সময় বিজেপিতে ছিলেন মুকুটমণি। বর্তমানে তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। এর মাঝেই রাজনীতির ময়দানে স্বামীর প্রতিপক্ষ দলের হাত শক্ত করতে বিজেপিতে যোগ দিলেন স্বস্তিকা।
বিয়ের একবছর কাটতে না কাটতেই মুকুটমণির বিরুদ্ধে তিলজলা থানায় অভিযোগ দায়ের করেছিলেন স্বস্তিকা। দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তির কারণে তাঁরা আলাদা থাকেন। এদিন বিজেপিতে যোগ দিয়েই স্বস্তিকা বললেন, "মুকুটমণিকে ভোট দিলে আমার মতোই ঠকতে হবে।" যদিও শাসক দলের কর্মীদের দাবি, শেষলগ্নের এই চমকে ভোটে বিশেষ প্রভাব পড়বে না।