
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন রাজভবনের অস্থায়ী মহিলা কর্মী। বুধবারই রাজভবনের পক্ষ থেকে বলা হয়েছিল সিসি ক্যামেরার ফুটেজ দেখানো হবে। সেইমত বৃহস্পতিবার ১ ঘন্টা ১৯ মিনিটের ফুটেজ দেখাল রাজভবন। যে ফুটেজ দেখানো হয়েছে সেখানে নর্থ গেটের সামনের দুটি ক্যামেরার রেকর্ডিং রয়েছে। মোট তিনটি ধাপে ফুটেজ দেখানো হয়েছে। প্রথম ফুটেজের সময় বিকেল ৫ টা ৩১ মিনিট থেকে ৫ টা ৪২ মিনিট। দ্বিতীয় ফুটেজের সময় ৫ টা ৩২ মিনিট থেকে ৬ টা ৩২ মিনিট। তৃতীয় ফুটেজের সময় সন্ধে ৬ টা ৩২ মিনিট থেকে ৬ টা ৪১ মিনিট।
১ ঘন্টা ১৯ মিনিটের ফুটেজে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগকারিনীকে মহিলাকে মোট দুবার দেখা গিয়েছে। একবার তিনি আউটপোস্ট থেকে রাজভবনের ওসির ঘরের দিকে যাচ্ছেন একবার সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। মহিলা তাঁর অভিযোগে জানিয়েছিলেন, রাজভবনের কনফারেন্স রুমে তাঁর সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে। রাজভবনের ভিতরের কোনও অংশের সিসিটিভি ফুটেজ দেখানো হয়নি। দেখা যায়নি রাজ্যপালকেও।