
রবিবার ০৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভোট প্রচারে আবার উঠে এল সন্দেশখালি। মঙ্গলবার পুরুলিয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে যা তুলে বিজেপিকে বিঁধলেন মমতা ব্যানার্জি। তাঁর কথায়, "চক্রান্ত করে মা, বোনেদের অসম্মান করা হল।" অভিযোগ জানিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, মিথ্যা কথার জন্য কান মুলে দিতে হয় ওদের। তাঁর পরামর্শ, এক ভোট দিয়ে দুটো কান মুলবেন। মনে এতটাই রাগ রাখবেন। উল্লেখ্য, গোটা দেশের সঙ্গে রাজ্যে চলছে তৃতীয় দফার লোকসভা নির্বাচন।
এদিন ভোট হচ্ছে মালদা উত্তর ও দক্ষিণ কেন্দ্রে। ভোট হচ্ছে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। সেইসঙ্গে নির্বাচন হচ্ছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার উপ নির্বাচনে। এদিন পুরুলিয়ায় ১০০ দিনের কাজের টাকার প্রসঙ্গ তুলে মমতা বলেন, তৃণমূল কংগ্রেস নাকি সরকারি টাকা অপচয় করেছে তাই ১০০ দিনের কাজের টাকা দেয় না। ওরা মিথ্যাবাদী। মিথ্যুকের দল। মমতার অভিযোগ, বিজেপির দালালি করে বেড়াচ্ছে কিছু লোক। সতর্ক করে তৃণমূল নেত্রী জানিয়েছেন, বাংলায় হাত দিলে হাত গুটিয়ে দেবে মানুষ। বাংলায় হাত দেওয়ার ক্ষমতা নেই।