
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বিক্ষিপ্ত অশান্তির মধ্যে রাজ্যে চলছে তৃতীয় দফার নির্বাচন। বাংলায় মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে এদিন ভোট রয়েছে। সকাল থেকেই লাইন পড়ে যায় বুথে বুথে। তার মধ্যেও মুর্শিদাবাদে একাধিক জায়গায় অশান্তির ঘটনা শোনা গিয়েছে। বেলা ১টা পর্যন্ত সবথেকে বেশি ভোটের হার মুর্শিদাবাদে, ৫০.৫৮%।
সবথেকে কম ভোট পড়েছে মালদা উত্তর লোকসভায়, ৪৭.৮৯%। মালদা দক্ষিণে ভোট পড়েছে ৪৮.৬৫% এবং জঙ্গিপুরে ভোট পড়েছে ৪৯.৯১%। তৃতীয় দফার লোকসভা ভোটে বাংলায় এখনও পর্যন্ত মোট ভোটের হার ৪৯.২৭%। পাশাপশি, এদিন উপনির্বাচন রয়েছে ভগবানগোলাতেও। বেলা ১টা পর্যন্ত সেখানে ভোটের হার ৪৬.৪০%।