
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: তৃতীয় দফার ভোট চলছে দেশে। বাংলাতেও ভোট হচ্ছে তৃতীয় দফার। শুরু থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর নজরে। এসবের মাঝেই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ভোটারদের হুমকি, ভয় দেখানোর অভিযোগ নিয়ে চর্চা। আগেই সেই প্রসঙ্গে কমিশনের দ্বারস্থ হয়েছে বিরোধী দলের নেতারা। ঘটনাস্থল উত্তর দিনাজপুরের চোপড়া। সেখানে ভোট হয়ে গিয়েছে আগেই। অভিযোগ তৃণমূল বিধায়ক হামিদুল রহমান ভোটারদের হুমকি দিয়েছেন। বিরোধীদের এই অভিযোগ এপ্রিল মাসেই পৌঁছয় নির্বাচন কমিশনের দপ্তরে। অভিযোগ খতিয়ে দেখা হয়। এর পরেই বিধায়কের বিরুদ্ধে পুলিশকে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সূত্রের খবর তেমনটাই।