
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের আগে টাকা বিলির অভিযোগকে কেন্দ্র করে শনিবার রাতে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাগরদিঘি থানা এলাকায়।
অভিযোগ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের ভাইপো তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লব শনিবার রাতে ধুলিয়ান থেকে সাগরদিঘিতে যান কয়েকজন ব্যক্তিকে বিপুল পরিমাণ টাকা দেওয়ার জন্য।
গ্রামে এই খবর ছড়িয়ে পড়তেই কাবিলপুরের সাহেবনগর এলাকায় বাম-কংগ্রেস সমর্থকরা বিপ্লবের গাড়ি ঘিরে ধরেন। এরপর ওই গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। কোনওক্রমে এলাকা ছেড়ে পালিয়ে প্রাণে বাঁচেন বিপ্লব সহ আরও কয়েকজন তৃণমূল কর্মী।
স্থানীয় এক বাম নেতা নাম না প্রকাশের শর্তে বলেন- প্রাক্তন বাম সাংসদ জয়নাল আবেদিনের এক পুত্রকে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করানোর জন্য বিপ্লব শনিবার রাতে কাবিলপুর গিয়েছিলেন বিপুল পরিমাণ টাকা নিয়ে। কিন্তু ওই বাম নেতার ছেলে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে রাজি হননি। তখনই এলাকাতে খবর রটে যায় বিপ্লব ভোটের আগে বিপুল পরিমাণ টাকা বিলি করার জন্য কাবিলপুরে এসেছেন।এর পরই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় বাম কংগ্রেস সমর্থকরা।
যদিও টাকা বিলির অভিযোগ অস্বীকার করেছেন আনারুল হক বিপ্লব। তিনি বলেন, "গতকালকে কাবিলপুরে আমাদের দলের একটি "ইনডোর" বৈঠক ছিল। সেই বৈঠক করে আমি যখন দলের একটি গাড়ি করে ফিরছিলাম সেই সময় হঠাৎই কিছু যুবক আমার গাড়িতে হামলা চালায় এবং গোটা ঘটনার ভিডিও করতে থাকে।"
তিনি বলেন, "আমার গাড়ি থেকে কেউ কোনও টাকা খুঁজে পায়নি।"
সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নুরে মেহেবুব আলম বলেন, "প্রাক্তন বাম সাংসদের এক ছেলেই আমাদের দলের নেতাকে ব্যক্তিগত কিছু কথা বলার নাম করে ওই গ্রামে ডেকেছিল। পরিকল্পনামাফিক বাম-কংগ্রেস জোট গোটা ঘটনা ঘটিয়েছে। প্রশাসন আমাদের দলের ভাঙচুর হাওয়া গাড়ি পরীক্ষা করে তার ভেতর থেকে দলীয় কিছু পতাকা, পোস্টার, ব্যানার ছাড়া আর কিছুই খুঁজে পায়নি।"
সিপিআইএম জেলা কমিটির সদস্য ইসমাইল শেখ বলেন, "গত ৩-৪ দিন ধরেই তৃণমূল নেতারা কাবিলপুরে এসে টাকা বিলি করছে।শনিবার রাতেও তৃণমূলের কিছু নেতা দুটো গাড়ি নিয়ে গ্রামে এসে বাম কংগ্রেস সমর্থকদেরকে টাকা নিয়ে খলিলুর রহমানকে ভোট দেওয়ার প্রস্তাব দেয়।এই ঘটনার পরেই ক্ষিপ্ত গ্রামবাসীরা গোটা ঘটনা ঘটিয়েছে।"
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী