
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভোটারকে চড় মেরে বিতর্কে জড়ালেন কংগ্রেস নেতা তথা প্রার্থী। নিজামাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী টি জীবন রেড্ডি ভোটের প্রচারের সময় এক মহিলাকে চড় মারার ভিডিও ভাইরাল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। শুক্রবার ঘটনাটি ঘটে যখন কংগ্রেস প্রার্থী টি জীবন রেড্ডি ভোটের প্রচারে বের হন। তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন কংগ্রেস নেতা ছিলেন। অভিযোগ গ্রামের এক মহিলার সঙ্গে কথা বলার সময় ওই মহিলা বলেন তিনি কোনও সুযোগ সুবিধা পাচ্ছেন না। বিগত বিধানসভা ভোটে তিনি কংগ্রেসকে ভোট দিয়েছিলেন। কিন্তু সঠিক সময়ে তিনি পেনশন পাচ্ছেন না। তাই তিনি কংগ্রেসকে ভোট না দিয়ে পদ্মফুলে ভোট দেবেন। এরপরই মেজাজ হারিয়ে জীবন রেড্ডি তাঁকে চড় মারেন বলেই অভিযোগ উঠেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিও।