
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীকে খুনের অভিযোগে শুক্রবার মুর্শিদাবাদের কান্দির একটি আদালত পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে।
২০২১ সালের ৩০ অক্টোবর মুর্শিদাবাদের সালার থানার কাগ্রাম-ঢালীপাড়ার বাসিন্দা হাবিবুর রহমান (৫৫) কিছু কাজের জন্য বাবলা গ্রামে যান। তিনি যখন নিজের কাজ শেষ করে মোটরসাইকেল করে বাড়ি ফিরে আসছিলেন সেই সময় বহড়া গ্রামের কাছে কিছু দুষ্কৃতী হাবিবুরের পথ আটকায়। এরপর তাকে বাইক থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় হাবিবুরের।
এই খুনের ঘটনার সময় হাবিবুরের স্ত্রী কাগ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্যা ছিলেন। প্রকাশ্য দিবালোকে তৃণমূল সদস্যার স্বামীকে খুনের ঘটনায় সেই সময়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। এই ঘটনার পরই মৃত হাবিবুরের ছেলে ফিরোজ আলী সালার থানায় কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশের হাতে গ্রেপ্তার হয় খুনের ঘটনায় সঙ্গে যুক্ত পাঁচ ব্যক্তি। পুলিশ তদন্তে জানা যায়, গরুর ব্যাবসার সঙ্গে যুক্ত হাবিবুরকে জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে খুন হতে হয়েছিল।
শুক্রবার কান্দি ফাস্ট ট্র্যাক দ্বিতীয় কোর্টের বিচারক অরিন্দম দত্ত, হাবিবুর রহমান খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ ব্যক্তিকে আইপিসি-র ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে তাদের যাবজ্জীবন কারাদণ্ড এবং তার সাথে কুড়ি হাজার টাকা করে জরিমানা করেন।এছাড়াও অপরাধীদেরকে আরও কয়েকটি ধারাতে দোষী সাব্যস্ত করেছেন বিচারক।
কান্দি আদালতের সরকারি আইনজীবী সুকান্ত চক্রবর্তী বলেন," হাবিবুর রহমানকে খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বিচারক আজ আনারুল শেখ, বশির শেখ, জয়নাল শেখ, ভুলু শেখ এবং সুহাদ শেখ নামে পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের দন্ডিত করেছেন। পূর্ব শত্রুতা থেকে এই পাঁচ ব্যক্তি হাবিবুরকে খুন করেছিলেন। "
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও