
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার বীরভূমের নানুরে অসিত মালের সমর্থনে নির্বাচনী প্রচার সভা থেকে একসঙ্গে বাম-বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি বলেন, ‘২০১১ সালের আগে সিপিএমের চোখ রাঙানি, হার্মাদদের দাপাদাপি উপেক্ষা করে পরিবর্তন করেছিলেন আপনারা। সেই সিপিএম-এর হার্মাদরাই এখন লাল ঝান্ডা ফেলে গেরুয়া নিয়ে বিজেপি করছে। নানুরের সুজাপুরে ভোট দিতে যাওয়ার সময় হার্মাদদের আক্রমণে প্রাণ হারিয়েছিলেন তৃণমূলের ১১ জন কর্মী। ১৩ মে যখন ভোট দিতে যাবেন, তখন সিপিএমের সেই অত্যাচারের কথা মনে রাখবেন।’
বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেন, ‘১০০ দিনের টাকা আটকে রেখেছে বিজেপি। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে রাজ্যকে টাকা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এসে শ্বেতপত্র প্রকাশ করুক। বীরভূমের জন্য কিছুই করেনি বিজেপি। লক্ষীর ভান্ডার বন্ধ করে দিতে চাইছে বিজেপি। তবে রাজ্যে যতদিন তৃণমূল সরকার রয়েছে ততদিন বিজেপি কিছু করতে পারবে না।’
অভিষেক বলেন, ‘বিজেপি কেন্দ্রে ক্ষমতায় এলে এরপর এক দেশ, এক ভোট হবে। তখন দেশের মানুষের অধিকার আরও কমে যাবে। বিজেপি ঠিক করে দেবে সাধারণ মানুষের খাবার। তাহলে স্বাধীনতা বলে কিছু থাকবে না। ভোটের আগে বিজেপি নেতাদের গাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। এই টাকা ভোটের কাজে লাগাচ্ছে বিজেপি। বিজেপির থেকে টাকা নিয়ে উন্নয়নের স্বার্থে তৃণমূলকে ভোট দিন।’