
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, ভোটে হারের পর এই প্রধানমন্ত্রীকে মানুষ অন্যভাবে মনে রাখবেন। যে ভোটব্যাঙ্কের রাজনীতি নিয়ে বারে বারে কংগ্রেসকে আক্রমণ করছে বিজেপি। কংগ্রেসের সেই ভোটব্যাঙ্ক হলেন প্রতিটি ভারতীয়। সমাজের প্রতিটি পিছিয়ে পড়া মানুষই কংগ্রেসের আসল ভোটব্যাঙ্ক। যে ঘৃণা ভাষণ নিয়ে মোদি সরব তিনি নিজেই তা বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োগ করেন। খাড়গে বলেন, এনডিএ প্রার্থীদের লেখা প্রধানমন্ত্রীর চিঠি আমি দেখেছি। সেখানে বলা হয়েছে প্রতিটি ভোটারের সঙ্গে যোগাযোগ করতে। তবে ভোটাররা যে আগে থেকেই বিজেপিকে প্রত্যাখান করেছে সেটা বোধহয় নরেন্দ্র মোদি জানেন না। সমাজের প্রতিটি বিভাগে ন্যায় করাই কংগ্রেসের প্রধান টার্গেট। ভোটে জিতে সরকার গঠন করে সেই কাজই করবে ইন্ডিয়া জোট।