
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রয়েছেন তিহার জেলে। সেখান থেকেই তিনি দিল্লির শাসন চালাচ্ছেন। বুধবার কংগ্রেসের সঙ্গে একটি বৈঠক করে আপ নেতৃত্ব। সেখানে সিদ্ধান্ত হয় দিল্লির মুখ্যমন্ত্রী কংগ্রেসের সঙ্গে যে জোট করে গিয়েছিলেন তাঁকে বজায় রেখেই তাঁরা যৌথভাবে লোকসভা ভোটে লড়বেন। আরভিন্দ সিং লাভলী এবং আরও দুই কংগ্রেস নেতা এই জোটকে উপেক্ষা করে ইতিমধ্যে দল থেকেই পদত্যাগ করেছেন। কিন্তু তাতে চিন্তিত নয় এই দুই দল। বুধবার বৈঠক করে তাঁরা জানিয়ে দিল বিজেপি যতই তাঁদের জোট নষ্ট করার চেষ্টা করুক না কেন তাঁদের জোট বজায় থাকবে।