
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: খারাপ রাস্তার জের। পূর্ব ত্রিপুরায় ৬০০ জনের বেশি ভোটার ভোট বয়কট করল। ত্রিপুরার ধলাই জেলায় ৭ কিলোমিটার রাস্তা খারাপ থাকার প্রতিবাদে ভোট বয়কট করল সেখানকার ৬০০ জন ভোটার। এই গ্রামের ৯০০ বাসিন্দা বিগত বহুদিন ধরেই খারাপ রাস্তার বিষয়ে সরব হয়েছিলেন। এরফলে তাঁদের যাতায়াতের অসুবিধা হচ্ছে বলেও তাঁরা বারবার দাবি করছিলেন। এদিন অভিনব কায়দায় প্রতিবাদ করেন বাসিন্দারা। তাঁরা বুথের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন। তবে তাঁরা বুথের ভিতরে গিয়ে ভোট দেননি। শুধু খারাপ রাস্তা নয়, এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে বলেও অভিযোগ জানান গ্রামবাসীরা। কমিশনের পক্ষ থেকে ভোটারদের অনুরোধ করা হলেও তাঁরা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেননি।