
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গরমে কাবু কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি। নির্বাচনী মঞ্চেই জ্ঞান হারালেন। তাঁকে সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মহারাষ্ট্রের ইয়াভাতামালের একটি সভার ঘটনা। পরে নিজের এক্স হ্যান্ডেলে গাডকারি লেখেন, গরমের জেরে তিনি কাবু হয়ে গিয়েছিলেন। কিন্তু এখন তিনি সুস্থ রয়েছেন। পরবর্তী নির্বাচনী প্রচারের জন্য তিনি তৈরি। সকলের ভালবাসা এবং শুভেচ্ছার জন্য ধন্যবাদ। নাগপুরে প্রথম দফায় ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছে গাডকারির। তবে তিনি এনডিএ প্রার্থীর হয়ে তিনি নির্বাচনী প্রচার করছিলেন তিনি। সেখানেই একটি সভায় তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারান।