
মঙ্গলবার ০৬ মে ২০২৫
মিল্টন সেন,হুগলি: জেলার দুটি পৃথক গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেলেন তিনজন। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উত্তরপাড়া কলেজ ঘাট এবং ত্রিবেণী রাজা ঘাটে। ২ জন ভিন রাজ্যের বাসিন্দা অভিমুন্যু শর্মা(২৫) ও সুমন শেখর(২৯) এবং দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরের বাসিন্দা দেবোত্তম সাহা(২২)। এদিন সকালে উত্তরপাড়া কলেজ ঘাটে স্নান করতে নামেন চারজন। অভিমৃুন্যু শর্মা, সুমন শেখর, সুরজিৎ সিং এবং অরবিন্দ কুমার। ভিন রাজ্যের বাসিন্দা এই চারজন। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, হরিয়ানা ও দিল্লীর বাসিন্দা এই চারজন। জানা গেছে, বেসরকারি টেলিকম সংস্থার হয়ে ব্রডব্যান্ড সার্ভিসে কাজ করতে চারজন উত্তরপাড়া এসেছিল। দুপুর একটা নাগাদ ঘটনাটি ঘটেছে। ওই ঘাটে স্নান করতে আসা বিঞ্জু সাউ বলেছেন, তখন গঙ্গায় জোয়ার ছিল। চার যুবক স্নান করতে নামে। একজনকে তলিয়ে যেতে দেখে বাকিরা ওই যুবককে বাঁচানোর চেষ্টা করে। জলের তোড়ে চারজনই তলিয়ে যেতে থাকেন। দুজনকে উদ্ধার করা গেলেও বাকি দুজন অভিমুন্যু ও সুমন তলিয়ে যায়। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে মগরা থানার অন্তর্গত ত্রিবেণীর রাজা ঘাটে। এদিন দুপুরে তিন বন্ধু মিলে ত্রিবেণীর ওই গঙ্গার ঘাটে স্নান করতে নামে। জলের তোড়ে তলিয়ে যান দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরের বাসিন্দা দেবোত্তম সাহা। দেবোত্তম মগরা জয়পুরে মাসির বাড়িতে থাকতেন। মগরা বাগাটি কলেজে প্রাক্তন ছাত্র তিনি। খবর পেয়ে গঙ্গার ঘাটে পৌঁছয় বাঁশবেড়িয়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পায়েল ব্যানার্জি। খবর দেওয়া হয় পুলিশে। দেবোত্তমের এক বন্ধু অনির্বান বর্ধন জানিয়েছেন, সাইকেল করে ঘুরতেন দেবোত্তম। এদিন টোটো করে তিনজন একসঙ্গে ঘাটে আসে। ছবি তুলছিনেল তাঁরা। তারপর গঙ্গায় নামেন। তখন ভাঁটা ছিল। কিছুটা দূরে গিয়ে একটা গর্তে পড়ে যাওয়ার পর্, আর উঠতে পারেননি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, তিন জনের খোঁজেই তল্লাশি শুরু হয়েছে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও