
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচন চলাকালীন বিনয় তামাংকে বহিষ্কার করল কংগ্রেস। তিনদিন পরেই দ্বিতীয় দফায় দার্জিলিংয়ে ভোট। মঙ্গলবার সকালেই বিজেপির সমর্থনে মন্তব্য করেছিলেন বিনয়। দলবিরোধী কার্যকলাপের জেরেই এবার কড়া পদক্ষেপ করল কংগ্রেস। যদিও দলের সিদ্ধান্তকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না বিনয়।
মঙ্গলবার সন্ধ্যায় দলের প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তী এক বিবৃতি প্রকাশ করে বিনয় তামাংকে বহিষ্কারের সিদ্ধান্ত জানান।
উল্লেখ্য, গত নভেম্বরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে দিল্লিতে গিয়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন বিনয়। লোকসভা নির্বাচনের টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। ভোটের ৭২ ঘণ্টা আগে বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে প্রথমবার মন্তব্য করেন তিনি। রাজনৈতিক মহলে জল্পনা, বিনয় তামাংয়ের বিজেপিতে যোগ দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা।