
মঙ্গলবার ০৬ মে ২০২৫
মিল্টন সেন,হুগলি: গরমের দাপটে নাজেহাল জনজীবন। ইতিমধ্যেই রাস্তায় বেরিয়ে গরমে একাধিক মানুষ অসুস্থ হয়ে পড়ার খবর মিলেছে। ভোটের প্রচারে বেরিয়েও অসুস্থ হয়েছেন একাধিক রাজনৈতিক দলের কর্মী। সম্প্রতি ভোট প্রচারে বেরিয়ে গরমে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী। এবার রেল স্টেশনের বেঞ্চে হেলান দিয়ে বসে হিট স্টোকের বলি হলেন এক ভবঘুরে প্রৌঢ়। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে হুগলি স্টেশনে ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে। মৃত প্রৌঢ়ের নাম বা পরিচয় জানা যায়নি। সকাল থেকে বেঞ্চের নীচে হেলান দিয়ে বসে ছিলেন ওই প্রৌঢ। হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয় তাঁর। হুগলি স্টেশনে চায়ের দোকানদার আকবর আলি জানিয়েছেন, শনিবার থেকে বছর ৫৫ ওই প্রৌঢ়কে হুগলি স্টেশনের প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতে দেখেছেন তিনি। মুখে কোনও কথা ছিলনা, ওভাবে ঘুরে বেড়াতে দেখে খাওয়ার জন্য তাঁকে কেক ও জল দেন তিনি। খাবার খাওয়ার পর ওই বেঞ্চেই শুয়ে ঘুমিয়ে পড়েন তিনি। পরের দিন সকালে ওই প্রৌঢ়কে টিফিন দেন আকবর আলি, কিন্তু এদিন ওই প্রৌঢ় খাবার খেতে চায়নি। পরে দুপুর গড়াতেই বোঝা যায় অসুস্থ হয়ে পড়েছেন। তার পর মৃত্যু হয় তাঁর। এক রেল যাত্রী জানিয়েছেন দুদিন ধরে হুগলি স্টেশনে তিনিও ওই প্রৌঢ়কে লক্ষ করেছেন। বেশ কিছুক্ষন নড়াচড়া করছেন না দেখে স্টেশন মাস্টারকে খবর দেন প্ল্যাটফর্মের ব্যবসায়ীরা। হুগলি স্টেশন মাস্টার খবর দেন ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল থেকে রেলের অ্যাডিশনাল চিফ মেডিকেল অফিসার অভিজিৎ সেনগুপ্ত হুগলি স্টেশনে পৌঁছন। ঘটনাস্থলে পৌঁছন ব্যান্ডেল জিআরপির কর্মীরা। রেলের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। একইসঙ্গে মৃতদেহ ময়না তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। রেল সূত্রে জানানো হয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ ময়না তদন্তের পর পরিষ্কার হবে। তবে সাধারণের ধারণা গরমের দাপটে মৃত্যু হয়েছে ওই ভবঘুরের।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও