
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভোটের প্রচারে বড়সড় হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর দাবি, আগামী সপ্তাহে এমন একটা বোমা পড়বে, তাতে রাজ্যের শাসক দল একেবারে বেসামাল হয়ে যাবে।
৭ মে তৃতীয় দফায় মালদহে ভোট। শনিবার মালদহের এক জনসভায় শুভেন্দুর হুঁশিয়ারি, "আগামী সপ্তাহের শুরুতেই একটা বোমা পড়বে। আগাম বলে রাখলাম। তবে সেটা কী, সেটা বিস্তারিত বলব না। সেই বোমায় একেবারে বেসামাল হয়ে যাবে তৃণমূল। কুলকিনারা পাবে না। অপেক্ষা করে থাকুন।" শুভেন্দুর এহেন দাবিতে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে।
যদিও শুভেন্দুর হুঁশিয়ারিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। কুণাল ঘোষের মতে, "তৃণমূলের বেসামাল হওয়ার কোনও জায়গায় নেই। বিজেপি বেসামাল হয়ে আছে। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা আর মমতা ব্যানার্জির উন্নয়নের মডেল এবং লক্ষ্মীর ভান্ডার, এর ভিত্তিতেই ভোট হচ্ছে।"