
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শনিবার সকালে নির্বাচনী প্রচার চলাকালীন কংগ্রেসের প্রচারে ‘হামলা’ চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা বিধানসভার দমদমা–শ্যামনগর এলাকায়। ওই মিছিলে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী উপস্থিত ছিলেন। তৃণমূল দুষ্কৃতীরা অধীর চৌধুরীর উপরও ‘হামলা’ চালানোর চেষ্টা করেন বলে অভিযোগ।
যদিও ঘটনাস্থলে উপস্থিত কংগ্রেস কর্মী, অধীর চৌধুরীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং পুলিশ বাহিনী বিক্ষোভরত তৃণমূল কর্মীদের সরিয়ে দেয়। অভিযোগ উঠেছে গোটা বিক্ষোভে পেছন থেকে মদত দিয়েছেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সফিউজ্জামান।
প্রসঙ্গত, গত শনিবার বহরমপুর শহরে নির্বাচনী প্রচার চালানোর সময়ও অধীর চৌধুরীকে ঘিরে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান এবং ‘গো–ব্যাক’ স্লোগান দিয়েছিলেন। সেই সময় এক তৃণমূল কর্মীকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছিল অধীর চৌধুরীর বিরুদ্ধে। তবে এদিন তিনি কোনও প্ররোচনায় পা না দিয়ে বিক্ষোভ চলাকালীন গাড়িতে বসেছিলেন।
আজ সকাল ৯ টা নাগাদ নওদা বিধানসভার দমদমা–শ্যামনগর থেকে পায়ে হেঁটে প্রচার শুরু করেন অধীর চৌধুরী। এর কিছুক্ষণের মধ্যে কয়েকশো তৃণমূল কর্মী অধীর চৌধুরীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁকে সামনে এগোতে বাধা দেন। বিক্ষোভকারীরা তৃণমূলের পতাকা হাতে নিয়ে অধীর চৌধুরীকে ঘিরে ‘গো–ব্যাক’ স্লোগানও দিতে থাকেন। অধীর বলেন, ‘মমতা ব্যানার্জির উস্কানিতে আমার উপর হামলার চেষ্টা হয়েছিল। তবে আমি তৃণমূলের গুন্ডামি মস্তানির পরোয়া করি না। আমার দলের সমর্থকরাই আজ আমাকে বাঁচিয়েছে। পুলিশ সেই সময় ললিপপ খাচ্ছিল। আমি গোটা ঘটনাটি ইতিমধ্যে নির্বাচন কমিশনে জানিয়েছি।’ অধীরবাবু বলেন, ‘এইভাবে সন্ত্রাস করে তৃণমূলকে একটা বুথও লুট করতে দেব না। যদি ওরা লোকসভা নির্বাচনে বহরমপুর এবং মুর্শিদাবাদের একটা বুথও লুট করতে পারে তাহলে আমি রাজনীতি করা ছেড়ে দেবো।’
গোটা ঘটনার নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেসের নওদা বিধানসভার বিধায়ক শাহিনা মমতাজ খান। তিনি বলেন, ‘অধীর চৌধুরীর উপর হামলা হয়নি। কিছু অত্যুৎসাহী তৃণমূল সমর্থক তাঁকে লক্ষ্য করে ‘গো–ব্যাক’ স্লোগান দিয়েছে। তবে উনি যেহেতু লোকসভা নির্বাচনে একজন প্রার্থী তাই ওঁর প্রচার করার অধিকার রয়েছে। যারা এই কাজ করেছে, তারা ঠিক করেনি।’
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী