
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: প্রথম দফার নির্বাচনের দিনেই মুর্শিদাবাদের ঘটনায় কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের ঘটনায় দায়িত্ব থেকে সরানো হল শক্তিপুর এবং বেলডাঙা থানার ওসিকে। দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অফিস থেকে কলকাতায় এই মর্মে চিঠি পাঠানো হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কোনো কাজে এই পুলিশকর্মীদের নিযুক্ত করা যাবে না।
পাশাপাশি ওই দুই থানার নতুন ওসি হিসেবে বেছে নেওয়ার জন্য তিন জন পুলিশ অফিসারের প্রস্তাবিত নামের তালিকা পাঠাতে বলা হয়েছে কমিশনের তরফে। শনিবার সকাল ১১টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে কমিশন। কমিশনের কড়া নির্দেশ, ওই দুই অফিসারের বিরুদ্ধে চার্জশিট গঠন করতে হবে। বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে ব্যর্থ ওই দুই অফিসার। উল্লেখ্য, রামনবমীর দিন মিছিলকে ঘিরে অশান্তি হয় মুর্শিদাবাদে। সেই ঘটনাকে ঘিরেই এবার কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের।