
শনিবার ০৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হিংসার আগুন জ্বলছেই। ভোটের আবহে মণিপুরে আবারও উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। যার জেরে একাধিক বুথে স্থগিত ভোটগ্রহণ প্রক্রিয়া।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পূর্ব ইম্ফলের ২টি এবং পশ্চিম ইম্ফলের ৩টি বুথে স্থগিত ভোটগ্রহণ পর্ব। পোলিং অফিসার জানিয়েছেন, ভোটগ্রহণ প্রক্রিয়ায় বেনিয়মের অভিযোগ তুলে বুথে ভাঙচুর করে কয়েকজন দুষ্কৃতী। উত্তেজনা ছড়াতেই ৫টি বুথে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
শুক্রবার সকালে আউটার মণিপুরের মৈরাঙ বিধানসভার থামানপোকপি এলাকায় একটি বুথ লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ভোটের লাইনে যাঁরা দাঁড়িয়ে ছিলেন, আতঙ্কে তাঁরা পালানোর চেষ্টা করেন। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই এলাকায়। ঘটনায় তিনজন আহত হয়েছেন।
অন্যদিকে ইম্ফলে ইনার মণিপুর আসনের থংজু বিধানসভা এলাকায় একটি বুথে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। এ ঘটনাতেও ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে নতুন করে আবার ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।