
মঙ্গলবার ০৬ মে ২০২৫
সংবাদসংস্থা, মুম্বই: টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?----
কাজল-কথা
আগামীকাল, ২০ এপ্রিল মেয়ে নায়সার ২১তম জন্মদিন। এক দিন আগে এক লম্বা ইনস্টাগ্রাম পোস্টে ভালবাসার ঝুলি উপুড় করে দিলেন কাজল। মেয়ের জন্মদিন উপলক্ষে ফিরে দেখলেন নিজের মাতৃত্বের সফর। সঙ্গে ছোট্ট নায়সাকে কোলে নিয়ে মা-মেয়ের এক মিষ্টি ছবি। “কাল নায়সার জন্মদিন। কিন্তু এটা আমারও মা হওয়ার অনুভূতি ফিরে দেখার দিন। আমার সবচেয়ে বড় ইচ্ছেটাকে পূরণ করা এবং নিজের মতো হয়ে থেকে, ভালবাসায়, ভরসায় আমার প্রত্যেকটা দিন আনন্দে ভরিয়ে তোলার জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ,” লিখেছেন পর্দার অঞ্জলি।
একটি বিশ্বাসের গল্প
কুসংস্কার বা নানা ছোটখাটো জিনিসে বিশ্বাসের বিষয়টা কমবেশি অনেকের মধ্যেই থাকে। বলিপাড়াতেও তার ব্যতিক্রম নেই। কিন্তু প্রশ্ন হল সেই বিশ্বাস নিয়ে যায় কত দূর? সম্প্রতি এক ইউটিউব পডকাস্টে এক পরিচালকের এমনই এক মজাদার কাহিনি শোনালেন বিদ্যা। যদিও তাঁর নাম জানাননি অভিনেত্রী। বিদ্যা জানান, ওই পরিচালকের একটি ছবিতে কাজ করছিলেন তিনি। সেই সেটে টানা ৪২ দিন একই শর্টস পরে কাজ করেছিলেন ওই পরিচালক। বিশ্বাস ছিল তাতে সাফল্য আসবে। যদিও সফল হওয়া দূরে থাক, বক্স অফিসে ভরাডুবি হয় সেই ছবির— হাসতে হাসতেই বলেছেন বিদ্যা।
কিরণের অতীত
আমির খানের সঙ্গে তাঁর সংসার ভেঙেছে। তবু তাঁদের এক সুতোয় গেঁথে রেখেছে ছেলে আজাদ। কিন্তু জানেন কি, আজাদের জন্মের আগে একাধিক বার মিসক্যারেজ হয়েছিল কিরণ রাওয়ের। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিরণ নিজেই জানান, প্রায় পাঁচ বছর ধরে সন্তানধারণের চেষ্টা করে যাচ্ছিলেন তিনি। কিন্তু বারবার মিসক্যারেজ হতে থাকায় শারীরিক ও মানসিক ভাবে ভেঙে পড়ছিলেন ক্রমশ। শেষমেশ ‘ধোবিঘাট’ ছবিটির নির্মাণের সময়ে আজাদের জন্ম। এর পর মাতৃত্বকেই সবচেয়ে বেশি সময় দিতে চেয়েছিলেন কিরণ। তাই প্রায় দশ বছর নিজেকে সরিয়ে রাখেন ইন্ডাস্ট্রি থেকে। তা নিয়ে অবশ্য বিন্দুমাত্র আক্ষেপ নেই ‘লাপাতা লেডিস’-এর পরিচালকের।
ট্রোলের জবাব
ট্রোলিং-এর সপাট জবাব দিলেন হর্ষবর্ধন কাপুর। তারকাসন্তান, তাই শুরু থেকেই ট্রোল সঙ্গী অনিল কাপুরের ছেলের। এক্স প্ল্যাটফর্মে(আগেকার টুইটার)নিজের পছন্দের দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে নিয়ে আবেগ ভাগ করে নিয়েছিলেন হর্ষ। এক নেটিজেন, তাতে খোঁটা দিয়ে লেখেন, ‘ভাল কোনও ছবি করবে, নাকি বাবার পয়সায় স্নিকার্স কেনা চালিয়ে যাবে?’ এমন তাচ্ছিল্যের জবাব দিতে দেরি করেননি অভিনেতা। সটান জবাব দিয়েছেন, ‘তোমার ছবিগুলো কোথায় দেখতে পাব? কী কী ছবি করেছো? আমি তো রে, থর, একে ভার্সাস একে, মির্জা-র মতো ছবি করেছি।’ অতীতেও এভাবেই এক নেটিজেনের ব্যাঙ্গোক্তিতে মেজাজ হারিয়েছিলেন অনিল-পুত্র।
'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?
ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?
কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?
‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!
বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?
মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’
ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?
মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?
টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী
‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?