
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: প্রথম দফার ভোটে বাংলার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির ভোট। স্বাভাবিক ভাবেই বিধানসভা ভোটের পর থেকেই নজর ছিল শীতলকুচিতে। গত কয়েকদিনের ভোট প্রচারে তৃণমূল কংগ্রস সুপ্রিমোর বক্তব্যে বারবার এই শীতলকুচি প্রসঙ্গ উঠে এসেছে। শুক্রবার সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত এলাকা। সেখানকার ছোট শালবাড়ি এলাকায় ভোট পর্বে সংঘর্ষ বাধে তৃণমূল বিজেপির। রাজ্যের শাসক দলের অভিযোগ, ছোট শালবাড়ির ২৮৬ নম্বর বুথে তৃণমূলের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে বিজেপি। ভোটারদের ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ। অন্যদিকে বিজেপি একই অভিযোগ তুলেছে তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে ভোট দিতে আসা এক সাধারণ ব্যক্তির চোখে আঘাত লেগেছে। তাঁর অভিযোগের তীর আবার তৃণমূলের দিকে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ ডাবগ্রাম-ফুলবাড়ি নিয়েও। অভিযোগ ডাবগ্রাম ২-এর ৭৩-৭৬ বুথে ঝামেলা তৈরি করছে গেরুয়া শিবির। অভিযোগ বুথ দখলের। অন্যদিকে বিজেপির অভিযোগ, নাটাবাড়ির বলরামপুর এলাকার ২৩৬ নম্বর বুথ দখল করেছে তৃণমূল। কোচবিহারের রাজাখরায় তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।