
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েববেস্ক: শুরু ১৮ তম লোকসভা নির্বাচন। আজ বাংলায় তিন কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব চলছে। সকাল থেকে উত্তপ্ত কোচবিহার। একাধিক জায়গায় দফায় দফায় অশান্তির খবর পাওয়া গেছে। সকাল ৯টা পর্যন্ত কোচবিহারে ভোটদানের হার ১৫ শতাংশ।
কোচবিহারের রাজাখরায় তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া। দিনহাটায় তৃণমূলের ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি তিনি। তৃণমূলের ব্লক সভাপতির উপর হামলার ঘটনায় সরব রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ।
অন্যদিকে চান্দামারিতে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে আহত হন এক তৃণমূল কর্মী। মাথা ফেটে যায় তাঁর। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনিও।