
মঙ্গলবার ০৬ মে ২০২৫
কিছুদিন আগেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অর্ণব চৌধুরী এবং রুম্পা দাস চৌধুরী। কাউকে না জানিয়ে কাছের মানুষকে নিয়ে গোপনে বিয়ে সারেন টেলি দুনিয়ার এই জুটি। তবে বিয়ের পরে দিলেন আর এক সুখবর।
খবর, বহু দিনের ইচ্ছে পূরণ হল অর্ণব-রুম্পার। পুরনো ভালবাসাকে ফিরে পেলেন অর্ণব। দায়িত্বে রুম্পা। ব্যাপারটা একটু গোলমেলে লাগছে? না না, অন্য কোনও ভালবাসার কথা ভাববেন না। কারণ, দু’জনের সংসার এখন ভালবাসায় ভরা। তবে যে কাজ অর্ণবের অসম্পূর্ণ থেকে গিয়েছিল, বলা ভাল দূরে সরে যেতে বাধ্য হয়েছিলেন, সেটাই এবার দু’জনে মিলে সম্পূর্ণ করার পথে। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি নিজেদের ব্যবসা শুরু করলেন অর্ণব-রুম্পা। অর্ণবের পুরনো ক্যাফে ‘মোমোগিরি’কে নতুনভাবে সামনে আনলেন দু’জনে মিলে।
সস্তায় মোমো-সহ সব ধরনের খাবার পাওয়া যাবে এই ক্যাফেতে। উদ্বোধনের দিন দু’জনেই ছিলেন নার্ভাস। তবে দু’জনে মিলে যখন নতুন পথচলা শুরু করেছেন তখন এই পথের দরজা যে বন্ধ হবে না সেই ব্যাপারে নিশ্চিত অর্ণব-রুম্পা। ছোটপর্দার কাজ সামলে প্রত্যেক দিন ‘মোমোগিরি’তে আসবেন তাঁরা। কারণ, দু’জনের কাছে এটাই তাঁদের প্রথম সন্তান। এখানে সাফল্য এলে কলকাতার বিভিন্ন জায়গায় আউটলেট খোলার চিন্তাভাবনা করবেন জুটিতে। এই ভাবে অভিনয়ের পাশাপাশি আরও একটা জায়গা খুলে রাখলেন তাঁরা।
উদ্বোধনের দিন ভালবেসে সবাইকে নিজের হাতে খাবার সার্ভ করেছেন দু’জনে মিলে। অর্ণব-রুম্পা জানিয়েছেন, অর্থনৈতিক দিক পুরোটাই সামলাবেন রুম্পা। কারণ, অর্ণবের খরচের হাত খুব। কিছুতেই হিসেব রাখতে পারেন না। তাই এবার ‘মোমোগিরি’র মালিক রুম্পা। যদিও রুম্পার দাবি, তাঁরা দু’জনেই মালিক। দু’জনেই খেতে খুব ভালবাসেন। তাই রুম্পা এই ক্যাফের ট্যাগলাইন দিয়েছেন, ‘মন কি বাত মোমো কে সাথ’।
'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?
ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?
কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?
‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!
বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?
মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’
ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?
মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?
টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী
‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?