
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আলিপুরদুয়ারের সভা থেকে নাগরিকত্ব সংশোধনী আইন ক্যা নিয়ে বিজেপির শীর্ষনেতাদের বিতর্কসভায় আহ্বান জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি বলেন, "মুখোমুখি এসে বস দেখি! কে মিথ্যা কথা বলছে জনতা বিচার করবে।" বিজেপি এবারের লোকসভা ভোটে ৪০০ পার স্লোগান দিয়েছে। তাকে কটাক্ষ করে মমতা বলেন, "৪০০ পার কেন ? বল ৪২০ পার কর। তবে না কেন্দ্রে ৪২০-র সরকার তৈরি হবে।’ চা বাগান খোলা নিয়ে প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, "৫ টা চা বাগান খুলবে বলেছিলেন মোদি। দুটোও খুলতে পারেননি। আমাদের সরকার ৫৯ টা চা বাগান খুলেছে।"