
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ৭ দফায় হবে লোকসভা নির্বাচন। রাজনৈতিক দলগুলি প্রার্থী নাম প্রকাশ্যে এনেছে, শুরু হয়েছে নির্বাচনী প্রচার। ইতিমধ্যে প্রথম দুই দফার নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, শুক্রবার থেকে শুরু হবে তৃতীয় দফার মনোনয়ন। তৃতীয় দফায় ১২টি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে মোট ৯৪টি লোকসভা কেন্দ্রে হবে নির্বাচন। তৃতীয় পর্বে ভোট হবে বাংলা, অসম, বিহার, ছত্তিশগড়, গোয়া, কর্ণাটক। গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দাদরা-নগর হাভেলি, দমন-দিউ, জম্মু-কাশ্মীর। তৃতীয় পর্বের মনোনয়ন জমা শুরু হবে ১২ এপ্রিল, শেষ হবে ১৯ এপ্রিল। মনোনয়ন স্ক্রুটনি হবে ২০ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল। এই দফার ভোট ৭ মে।