
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চিনকে কড়া ভাষায় জবাব দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, অরুণাচল প্রদেশের ৩০ টি জায়গার নামকরণ করেছে চিন। যদি ভারত এই কাজ করতে চায় তবে চিনের সেই অংশগুলি ভারতের সঙ্গে জুড়ে যাবে। মঙ্গলবার অরুণাচল প্রদেশের এক নির্বাচনী জনসভা থেকে ভাষণ দিতে গিয়ে রাজনাথ সিং বলেন, চিনকে প্রশ্ন করতে চাই কীভাবে তাঁরা প্রতিবেশী দেশের অংশের নামকরণ করেন ? যদি এটাই হয় তবে ভারত-চিনের মধ্যে সম্পর্কের অবনতি হবে। প্রসঙ্গত, বিগত সপ্তাহেই অরুণাচল প্রদেশের ৩০ টি অংশের নামকরণ প্রকাশিত করে চিন। এই অঞ্চলগুলিকে নিজেদের অংশ বলে দাবি করে চিন। এদিন রাজনাথ বলেন, প্রতিবেশীদের সঙ্গে ভারত বন্ধুত্বপূর্ণ আচরণ করে। তবে যদি কেউ ভারতের আত্মসম্মানে আঘাত করে তাহলে তিক্ত প্রতিক্রিয়া দিতে ভারতের বেশি সময় লাগবে না।