
সোমবার ০৫ মে ২০২৫
অতীশ সেন, ডুয়ার্স: আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশ চিক বড়াইকের সমর্থনে দেবের রোড শো’তে জনজোয়ার। সোমবার তৃণমূল প্রার্থীর সমর্থনে জটেশ্বরে রোড শো করতে আসেন বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দেব (দীপক অধিকারী)। দুপুরে তিনি জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠে অস্থায়ী হ্যালিপ্যাডে নেমে কাজলী হল্ট, জটেশ্বর বাসস্ট্যান্ড পর্যন্ত রোড শো করেন। এদিন দেবকে ঘিরে তৃণমূল কর্মী–সমর্থকদের পাশাপাশি স্থানীয় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভোটের মুখে তারকা প্রচার আলিপুরদুয়ারে আলাদা মাত্রা যোগ করেছে। অভিনেতাকে দেখতে পথের দুই দিকে দাঁড়িয়ে ছিল কয়েক হাজার স্থানীয় মানুষের পাশাপাশি স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা। দেব তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তবে এদিন দেবের আগমণের কারণে জটেশ্বর হাইস্কুলে হাফ ছুটি হয়ে যায়। ঘটনায় বিতর্ক দানা বাঁধলেও দেবকে কাছ থেকে দেখতে পেয়ে বেজায় খুশি পড়ুয়ারা।
জানা যায় আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর হাই স্কুলের মাঠে তৈরি হেলিপ্যাডে দেবের হেলিকপ্টার নামে। সেই কারণে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রতিদিন স্কুলে ৮ টি করে ক্লাস হলেও এদিন প্রথম চারটি পিরিয়ডের পরই স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। জটেশ্বর হাই স্কুলের টিচার ইনচার্জ অমিতকুমার দত্ত জানান, ‘স্কুলের মাঠে হেলিপ্যাড হয়েছে, মাইক বাজছে। ক্লাস করাতে সমস্যা হচ্ছে। তবে ক্লাস হয়েছে। পরে ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে স্কুল বন্ধ রাখা হয়।’ এ প্রসঙ্গে আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা বলেন, বিষয়টি নিয়ে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন। তার অভিযোগ, পড়াশোনায় ক্ষতির বিষয়টি তৃণমূল বোঝে না। তাই তারা স্কুলের পড়াশোনা বন্ধ করে স্কুল মাঠে হেডিপ্যাড বানিয়েছে। আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক বলেন, বিষয়টি তার জানা নেই। হেলিপ্যাড তৈরি দায়িত্বে কারা ছিলেন সেই বিষয়ে তিনি খোঁজ নিয়ে দেখবেন। তবে স্কুল ছুটি হয়ে গেলেও ছাত্রছাত্রীরা স্কুল মাঠেই দেবকে দেখতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী