
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনী প্রচারে পরিবেশ সুরক্ষার বিষয়টির দিকে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষন করেছে পরিবেশ সংগঠন সবুজ মঞ্চ। ব্যানার, পোস্টার ও অন্যান্য প্রচার সামগ্রীতে যাতে প্লাস্টিকের ব্যবহার না হয়, সে ব্যাপারে রাজনৈতিক দলগুলির উদ্দেশে কমিশনের তরফে প্রয়োজনীয় নির্দেশিকা জারির আবেদন জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। শুধু পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করা যেতে পারে। এই মর্মে মুখ্য নির্বাচনকমিশনারের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক নব দত্ত। প্রচারে থার্মোকল ও পলিস্টাইরিনের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। বর্জ্যব্যবস্থাপনা আইন ২০১৬ অনুযায়ী, ১০০র বেশি মানুষের জমায়েতে বর্জ্য তৈরি হলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব নিতে হবে। ভোট মিটে যাওয়ার পর দ্রুত ব্যানার, হোর্ডিং সরিয়ে ফেলারও আবেদন জানানো হয়েছে সংগঠনের তরফ থেকে। প্রচারে শব্দ বিধি যাতে মেনে চলা হয় এবং গাছ নষ্ট না করা হয়, সেদিকেও কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে সবুজ মঞ্চ।