সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Robert Vadra: 'আমেঠীর মানুষ চান...', ভোট লড়ার জল্পনা উসকে দিলেন রবার্ট

Riya Patra | ০৪ এপ্রিল ২০২৪ ০২ : ১৪Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: আমেঠীর জনগন চান, তিনি সেখান থেকেই ভোট শুরু করুন রাজনীতির ইনিংস। এর আগেও বেশ কয়েকবার রবার্টের রাজনীতিতে আসার জল্পনা নিয়ে জোর চর্চা হয়েছে। ২০২৪ এর লোকসভা ভোটের আগে সেই চর্চা বেড়েছে বহুগুণ। রাহুল এবারেও আমেঠী নিয়ে কিছু চিন্তা ভাবনা করছেন কিনা তা নিয়ে আলোচনার মাঝেই জল্পনা বেড়েছে রবার্টের বার্তায়। আমেঠীর বর্তমান সাংসদ স্মৃতি ইরানিকে একহাত নিয়েছেন তিনি। বলেন, বর্তমান সাংসদকে নিয়ে আমেঠীর লোকজন বিরক্ত। তিনি উন্নয়নের পরিবর্তে শুধু গান্ধী পরিবারকে নানাভাবে আক্রমণ করেছেন। সেখানকার লোকজন বুঝতে পেরেছেন তাঁদের সিদ্ধান্ত ভুল হয়েছে। গান্ধী পরিবারের আমেঠী, রায়বেরেলি, সুলতানপুরের সঙ্গে বহু বছরের সম্পর্ক। তাঁরা সেখানকার মানুষের জন্য কঠোর পরিশ্রম করেছেন। তারপরেই প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বলেন, "আমেঠীর লোকজন চায় গান্ধী পরিবারের কোনও সদস্য সেখানে ভোটে লড়াই করুন। আমার থেকেও আশা করেন, আমি রাজনীতিতে যদি আসি, সাংসদ হই, তাহলে সেখান থেকেই শুরু হোক যাত্রা।" প্রিয়াঙ্কার সঙ্গে প্রচার শুরুর সময়ের কথাও রবার্টের স্মৃতিচারণে উঠে আসে এদিন।




নানান খবর

নানান খবর

সোশ্যাল মিডিয়া