
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভোটের প্রচারের মাঝেই বারবার ইডির তলব, সিবিআইয়ের হানা। এখানেই থেমে নেই। মঙ্গলবার নতুন করে মামলাও দায়ের করা হয়েছে। সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একাধিক পদক্ষেপকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। বুধবার সকাল থেকে এক্স হ্যান্ডেলে পরপর পোস্টে সেই বার্তাই দিলেন তিনি।
বিজেপির বিরুদ্ধে সরব বলেই ইডি, সিবিআই তাঁকে নানাভাবে হেনস্থা করছে বলেই দাবি মহুয়ার। বুধবার একটি পোস্ট করে তিনি লেখেন, "বিজেপির দ্বার খোলা। হয় এসো, নয়তো সোজা তিহাড়!"
এরপর মায়ের পাঠানো একটি বিশেষ বার্তাও শেয়ার করেছেন তিনি। মাকে "বাঘিনী" সম্বোধন করেছেন মহুয়া। তৃণমূল প্রার্থীর মায়ের বার্তা, "আমার নামে পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি রাখো। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তোমায় গ্রেপ্তার করলে, আমি ভোটে মনোনয়ন জমা দেব।"
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধেয় মহুয়া বলেছিলেন, "আমাদের যেমন ছাত্র সংগঠন, যুব সংগঠন রয়েছে, তেমন বিজেপির ইডি, সিবিআই রয়েছে।" অর্থাৎ ভোটের আবহে এই সবকিছুই যে বিজেপির চক্রান্ত, তা বোঝাতে পিছপা হচ্ছেন না মহুয়া।