
রবিবার ০৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দার্জিলিং লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হলেন মুনিশ তামাং। কয়েকদিন আগে অজয় এডওয়ার্ডের সঙ্গে দিল্লিতে কংগ্রেসে যোগ দেন মুনিশ। তিনি দিল্লিত্ অধ্যাপনা করেন। দার্জিলিংয়ে ভূমিপুত্রকে প্রার্থী করে সকলকে চমক দিল হাত শিবির। মাস কয়েক আগে জিটিএর প্রাক্তন চেয়ারম্যান বিনয় তামাং কংগ্রেসে যোগ দিয়েছেন। পাহাড়ে জল্পনা ছিল বিনয় তামাং কংগ্রেসের প্রার্থী হতে পারেন। গত সপ্তাহে অজয় এডওয়ার্ডের হামরো পার্টি ইন্ডিয়া জোটে যোগ দেন। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মুনিশ তামাংকেই প্রার্থী করল হাত শিবির।