
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আয়কর বিভাগের চাপে দিশেহারা কংগ্রেস শিবির। শনিবার হাত শিবিরকে ফের নোটিশ পাঠিয়েছে আয়কর বিভাগ। সব মিলিয়ে এবার মোট ৩,৫৬৭ কোটি টাকা জরিমানা দাবি করেছে আয়কর বিভাগ। শুক্রবারই ১৭০০ কোটি টাকার নোটিশ পেয়েছে কংগ্রেস। এর আগে আরও একটি নোটিশ দেওয়া হয় তাঁদেরকে। সেখানে ১৮০০ কোটি টাকার কথা ছিল। সব মিলিয়ে এবার টাকার অঙ্ক গিয়ে দাঁড়িয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি। দুয়ারে লোকসভা ভোট। প্রথম দফা ভোট শুরু হতে বাকি তিন সপ্তাহ। তার আগে এই আয়কর নোটিশে বেশ চাপে পড়েছে হাত শিবির। দলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করে রেখেছে আয়কর বিভাগ। টাকার অভাবে ভোটের ময়দানে কংগ্রেস কতটা লড়তে পারে সেটাই এবার দেখার।