
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: টিকিট পেয়েই সরাসরি প্রচারে জোর দিলেন বরানগর উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। নিজের কেন্দ্র বরানগরের টপিন রোড সংলগ্ন ক্লাবে দলীয় নেতা কর্মীদের সঙ্গে পরিচয় পর্ব সারেন সায়ন্তিকা। উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়, বারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক সহ অনেকেই। তারকা প্রার্থীকে নিয়ে দলের কর্মীদের মধ্যে উৎসাহ ছিল নজরে পড়ার মত। সাংবাদিকদের সায়ন্তিকা বলেন, বিরোধী যতবেশি শক্তিশালী হবে, রাজনীতির ময়দানে লড়াই করতে তত বেশি ভাল লাগবে। যারা ব্যক্তিগত আক্রমণ করছে তাদের দলের আদর্শ সেটাই। তবে আমরা সেই শিক্ষা পায়নি। আমরা মমতা ব্যানার্জির উন্নয়ন নিয়েই কথা বলি। বাঁকুড়া থেকে লোকসভা ভোটের টিকিট না পেয়ে দলের প্রতি কিছুটা অভিমান হয়েছিল সায়ন্তিকার। তবে উপ নির্বাচনের টিকিট দিয়ে সেই মান ভাঙিয়েছে দল। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী সজল ঘোষের সঙ্গে তাঁর জোর লড়াই হবে বলেই মনে করছে রাজনীতির কারবারিরা।