
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চব্বিশের লোকসভা নির্বাচনের মুখে অষ্টম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। শনিবার দেশজুড়ে ১১টি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হয় দলের তরফে। সেই তালিকায় রয়েছে বাংলার বীরভূম, ঝাড়গ্রাম কেন্দ্রের প্রার্থীদের নামও।
আসন্ন নির্বাচনে বীরভূম কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোটে লড়বেন অবসরপ্রাপ্ত অফিসার দেবাশিস ধর। সম্প্রতি মুখ্যসচিব বিপি গোপালিকার কাছে চাকরি থেকে ইস্তফাপত্র জমা দেন। তবে ইস্তফার নেপথ্যে কারণ জানাননি।
অন্যদিকে ঝাড়গ্রাম থেকে লড়বেন চিকিৎসক প্রণত টুডু। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিয়োলজি বিভাগের চিকিৎসক ছিলেন তিনি। সম্প্রতি তিনিও চাকরি থেকে ইস্তফা দেন।