
রবিবার ০৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: উত্তরে বিজেপি বনাম বিজেপি। কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা দলেরই প্রার্থী রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল হয়ে মনোনয়ন জমা করলেন। মঙ্গলবার গোর্খা জনমুক্তি মোর্চা পার্টির সদরদপ্তর সিংহামারিতে বিমল গুরুংয়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিষ্ণুপ্রসাদ শর্মা। এদিন মনোনয়ন জমা দেওয়ার পর বিষ্ণুপ্রসাদ বলেন, রাজু ভূমিপুত্র নয়, তাই এই সিদ্ধান্ত। তিনি আরও জানিয়েছেন, ভূমিপুত্রদের প্রার্থী না করা হলে তিনি সবার আগে বিরোধীতা করবেন। তবে বিষ্ণুপ্রসাদের এই সিদ্ধান্তের ফলে পাহাড়ে বিজেপি যে অনেকটাই চাপে পড়ে গেল তা এককথায় মনে করছেন রাজনীতির কারবারিরা।