
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে "অভিমান" হয়েছে রুদ্রনীল ঘোষের। সে কথা আজকাল ডট ইন-কেও জানিয়েছেন তিনি। এর কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যে বিজেপির তারকা প্রচারকদের তালিকায় দেখা গেল তাঁর নাম।
মঙ্গলবার রাজ্যের শাসক দল তারকা প্রচারকদের নাম ঘোষণা করার কিছুক্ষণ পরেই বিজেপিও তালিকা প্রকাশ করল। গেরুয়া শিবিরের হয়ে রাজ্যজুড়ে প্রচার করবেন ৪০ জন তারকা প্রচারক।
সেই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা, যোগী আদিত্যনাথ, স্মৃতি ইরানি, হিমন্ত বিশ্ব শর্মা, অমিত মালব্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, মিঠুন চক্রবর্তী, দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, প্রমুখ।