
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আপ সুপ্রিমোর গ্রেপ্তারির প্রতিবাদে উত্তাল দিল্লি। মঙ্গলবার দিল্লির শাসক দলের কর্মি সমর্থকরা হোলি উদযাপন বন্ধ রেখে প্রতিবাদে সামিল হয়েছেন। কর্মসূচি প্রধানমন্ত্রীর আবাস ঘেরাও। যদিও দিল্লি পুলিশের পক্ষ থেকে সকালেই জানানো হয়েছিল, আপ সমর্থকদের এই বিক্ষোভ কর্মসূচিতে অনুমতি দেওয়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণের কথাও জানানো হয়েছিল পুলিশের তরফে। বেলা বাড়তেই দেখা গেল আপ-এর কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের বিবাদ ধস্তাধস্তিতে উত্তাল হয়ে উঠল দেশের রাজধানী। বেশ কয়েকজন আপ সমর্থককে আটক করা হয়েছে বলেও জানা গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন পাঞ্জাবের মন্ত্রী হরজোত সিং বেইনস এবং সোমনাথ ভারতী। নয়া দিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ স্পষ্টতই জানিয়েছেন, বিক্ষোভকারীদের জমায়েতের অনুমতি দেওয়া হয়নি। তাঁরা প্যাটেল চক মেট্রো স্টেশনে জড়ো হবেন এই আভাস পেয়ে সেখানেও কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। সেখানে জারি করা হয় ১৪৪ ধারা। বিক্ষোভকারীদের জমায়েত সরিয়ে নেওয়ার কথা বললেও, তাঁরা রাজি না হওয়ার পরেই শুরু হয় ধস্তাধস্তি। দিল্লির বেশ কিছু জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে ১৪৪ ধারা।
জেল থেকেই অরবিন্দ কেজরিওয়াল রাজ্য চালাবেন। তাঁর গ্রেপ্তারির পরেই জানিয়ে দিয়েছিল আপ নেতৃত্ব। দুদিন আগেই জেল থেকেই নিজের প্রথম সরকারি নির্দেশ দিয়েছিলেন কেজরিওয়াল। এবার ফের একবার ইডি হেফাজত থেকেই নিজের দ্বিতীয় সরকারি নির্দেশ দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লির মন্ত্রী সৌরভ ভারদ্বাজ জানালেন, বিনামূল্যে ওষুধ এবং প্যাথলজি পরীক্ষার দ্বিতীয় নির্দেশ দিলেন কেজরিওয়াল। সৌরভ এদিন বলেন, দিল্লিবাসীর যাতে কোনও ধরণের সমস্যা না হয় সেজন্যেই নিজের কাজ ইডি হেফাজতে থেকেও চালিয়ে যাবেন কেজরিওয়াল। কেজরিওয়ালেন হয়ে সৌরভ ভারদ্বাজ বলেন, রাজ্যের বহু মানুষ রয়েছেন যাদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে তৈরি দিল্লির সরকার। তাঁদের সকলের জন্য বিনামূল্যে ওষুধ এবং পরীক্ষার ব্যবস্থায় জোর দিল দিল্লির সরকার।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও