মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Dilip Ghosh: সময় নষ্ট করা চলবে না, দোলের দিনেই বর্ধমানে প্রচারে দিলীপ ঘোষ

Kaushik Roy | ২৫ মার্চ ২০২৪ ২২ : ৪১Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: নাম ঘোষণা হওয়ার অপেক্ষা ছিল। রবিবার রাতে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে নাম ঘোষণা হতেই সোমবার সেখানে পৌঁছে গেলেন দিলীপ ঘোষ। দিলীপের গড় থেকে এবার লড়ছেন অগ্নিমিত্রা পল। কাজেই সেখানে থেকে আর সময় নষ্ট করতে চান না বিজেপি নেতা। জানাচ্ছেন, নতুন কেন্দ্রে নতুন করে লড়াই শুরু। শক্তিগড়ে ল্যাংচা খেয়ে এদিন প্রচার শুরু হয় দিলীপ ঘোষের। জনসংযোগের ওপর জোর দেন তিনি। দোলযাত্রা উপলক্ষ্যে রং খেলেন কর্মীদের সঙ্গে।

সোমবার বেলা ১২টা নাগাদ দিলীপ পৌঁছন শক্তিগর আমড়া এলাকায়। সেখানে পূর্ব বর্ধমান জেলার একঝাঁক বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা তাঁকে মালা এবং পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানায়। শক্তিগড় থেকে বাইক মিছিল করে বিজেপি জেলা কার্যালয়ে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, "বর্ধমানের পিচ আমার, আমিই ব্যাটসম্যান। প্রথমে বলে ছক্কা আমিই মারব। এছাড়া বর্ধমানের মাঠঘাট সবই চেনা। এখানকার মানুষ আমায় ভালোবাসে।"




নানান খবর

নানান খবর

সোশ্যাল মিডিয়া