
সোমবার ০৫ মে ২০২৫
উপালি মুখোপাধ্যায়: কোথাও বসন্ত উৎসব। কোথাও হোলি। তো কোথাও দোল যাত্রা। সকাল থেকে আকাশ-বাতাস মাতাল রঙের নেশায়। দেশজুড়ে এমন পার্বণের জন্য অপেক্ষা বছরভর। বসন্তও অকৃপণ যাওয়ার আগে। রাঙিয়ে দিয়ে যায় আট থেকে ৮০। ফুলের পাপড়িতে, সুগন্ধি আবিরে, বেলুন-পিচকিরিতে। নানা রাজ্যে নানা নামে পালিত হয় রঙের উৎসব---
লাঠখোর হোলি
মেয়েদের ঘাঘরা-চোলি রঙিন। পুরুষের সাদা খাটো কুর্তা, ধোতির মতো পাজামায় রঙেন বন্যা। এভাবেই তাঁদের লাঠির বাড়ি মেরে খুনসুটিতে মাতেন উত্তরপ্রদেশের মথুরা-বৃন্দাবনের নারী। শ্রীকৃষ্ণের সঙ্গে গোপিনীদের লীলাখেলাকে বাস্তব করতে। এছাড়াও, ফুলের পাপড়ি ছড়িয়ে দোল খেলার রেওয়াজও আছে। নাম ‘ফুলন হোলি’।
রাজকীয় হোলি
রাজস্থানের জয়পুর, উদয়পুরের হোলি সত্যিই রাজকীয় জাঁকজমকের সঙ্গেই পালিত হয়। সেখানকার সমস্ত প্যালেসে আগের দিন হোলিকা দহনের মাধ্যমে দুষ্টের বিনাশসাধন করা হয়। আলোয় সাজানো হয় প্রত্যেকটি রাজবাড়ি। পরের দিন সকাল থেকে শুরু রং খেলা। সনাতনী পোশাকে সেজে নারী-পুরুষ উভয়েই দোল খেলেন। থাকে লোকগান, নাচের আয়োজন। এছাড়া, হাতিকে সুন্দর করে সাজিয়ে এদিন শোভাযাত্রার আয়োজন করা হয়। নাম ‘এলিফ্যান্ট ফেস্টিভ্যাল’।
আধ্যাত্মিক দোল
উত্তরপ্রদেশের বারাণসীতে হোলি পালিত হয় হিন্দু রীতি মেনে। আগের দিন ‘ছোট হোলি’ বা হোলিকা দহন। শকনো কাঠ, পাতা জড়ো করে আগুন জ্বালিয়ে তাকে ঘিরে নাচগান, প্রার্থনা। পরের দিন গঙ্গার ঘাটে ঘাটে রং খেলার আয়োজন। সঙ্গে ভাঙের সরবত।
হোলা মোহালা
যে কোনও আনন্দে, উদযাপনে পাঞ্জাবিতে পাঞ্জাবিদের উচ্ছ্বাস দেখার মতো। হোলিতেও রাজ্যবাসী একই ভাবে মেতে ওঠেন। গঙ্গার তীরে মার্শাল আর্ট-সহ নানা রকমের কসরত দেখানো হয়। আবির-ফাগে রঙিন হওয়া আছেই। সঙ্গে ভাঙের সরবত। তিন দিনের উৎসবে ভক্তরা ঈশ্বরের আশীর্বাদ নিতে তখত শ্রী কেশগড় সাহিবে যান।
সাংলায় হোলি
হিমাচল প্রদেশের কেন্দ্রস্থলে অবস্থিত সাংলা। তিন দিনের উদযাপনে নাচ-গান আর রকমারি রং দিয়ে হোলি খেলা। এখানের হোলির বড় গুণ এটি পরিবেশবান্ধব। ভেষজ জিনিস, ফুল, লতাপাতা থেকে তৈরি রং দিয়ে এখানে রং বানানো হয়। কোনও কৃত্রিম রঙের প্রচলন নেই। যাতে কোনও ভাবে পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয়।
স্নানের জলে আয়রন? মাথায় দিলে নষ্ট হচ্ছে চুল? নিয়মিত এই কটি নিয়ম মানলেই হারাবে না চুলের জেল্লা
জটিল রোগ বাসা বেঁধেছে শরীরে? জিভের রংই বলে দেবে স্বাস্থ্যের হাল-হকিকত
সঙ্গীর শুধুই সঙ্গমে আগ্রহ? আপনার সম্পর্কের রসায়নে বিপদ সংকেত নয় তো! ৫ লক্ষণই বলে দেবে সহজে
কেদারনাথ যাত্রা শুরু আগামিকাল, পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে চালু হচ্ছে নতুন টোকেন ব্যবস্থা
৪০ পেরিয়েও ২১-এর শক্তি! যৌবন ধরে রাখতে ট্যাবলেট নয়, প্রয়োগ করুন এই পঞ্চবান
এক রাতে গায়েব দাগছোপ, হিরের মতো চমকাবে ত্বক! এই ঘরোয়া ক্রিমের ম্যাজিকেই তাক লাগাবে জেল্লা
লিভারের জন্য জরুরি ম্যাগনেশিয়াম, কোন কোন খাবার মিলিয়ে খেলে ঠেকাতে পারবেন ফ্যাটি লিভারের ঝুঁকি
চাল ভেজানো জলেই ম্যাজিক! এক সপ্তাহ এইভাবে ব্যবহার করুন তো, ফল দেখলে চমকে যাবেন
ফোনের আসক্তিতে সন্তানের আচরণে বদল এসেছে? ৫ লক্ষণ দেখলেই সতর্ক হন
শুধু রান্না-গরম নয়, হেঁশেলের হরেক কাজ নিমেষে করতে পারে মাইক্রোওয়েভ অভেন! জানেন সেইসব জাদু টোটকা?
চিপস খেয়েও ফিট থাকতে চান? জানুন স্বাস্থ্যকর চিপসের হরেক রেসিপি
ডায়েট থেকে শুধু বাদ এই ২টি জিনিস, তাতেই তরতাজা ৫৯-এর মিলিন্দ সোমন
অবসর হোক আরও রঙিন, কীভাবে শখের কাজে উপার্জনের সুযোগ পাবেন?
৬০ ছুঁইছুঁই বয়সেও 'যুবক' শাহরুখ! টগবগে যৌবন ধরে রাখার সিক্রেট ফাঁস করলেন খোদ ‘বাদশাহ’
উত্তরে কল্পা-কিন্নর, নৈনিতাল? নাকি দক্ষিণের উটি? গরমের ছুটিতে কোথায় যাবেন? রইল তিন শৈল শহরের সাত-সতেরো