
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনী প্রচারে বহরমপুর লোকসভা কেন্দ্রে এসে পৌঁছলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য ইউসুফ পাঠান।
বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ কলকাতা থেকে সড়কপথে পাঠান বহরমপুর শহরে এসে পৌঁছন। এরপর তাঁকে শহরের প্রাণকেন্দ্র টেক্সটাইল কলেজ মোড়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয়। মঞ্চে যখন পাঠান এসে উপস্থিত হন সেই সময় তাঁর পরনে ছিল সাদা পাজামা পাঞ্জাবি এবং চোখে ছিল কালো রঙের সানগ্লাস।
বৃহস্পতিবার দুপুরে পাঠান যখন মঞ্চে এসে উপস্থিত হন সেই সময় সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খান, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর, দলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার, বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি সহ দলের প্রায় সমস্ত শীর্ষ নেতা-নেত্রী। মঞ্চে বসেই ইউসুফ দলের নেতা-নেত্রীদের সাথে এক প্রস্থ পরিচয় সেরে নেন। বহরমপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর প্রাক্তন শ্যালক অরিত মজুমদারের সাথেও তাঁকে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায়। এরপর দলের বিভিন্ন স্তরের নেতা-নেত্রীরা ইউসুফকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া ছাড়াও তার জন্য ছিল সুবিশাল ফুলের মালা।
সংক্ষিপ্ত পরিচয় পর্ব শেষে ইউসুফ মঞ্চের সামনে গিয়ে তাঁকে দেখতে জড়ো হওয়া অগণিত তৃণমূল কর্মী সমর্থক এবং "ফ্যান"দের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান এবং তাদের সাথে হাত মেলান।
যদিও আজ সংবর্ধনা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়ে ইউসুফ বলেন, "যে ভালবাসা আমি খেলোয়াড় হিসেবে পেয়েছি আমি আশা রাখি আপনাদের কাছ থেকেও সেই একই ভালবাসা পাব। আগে আমি যে ভালবাসা পেয়েছি তা দূর থেকে খেলার মাঠে পেয়েছি। এবার এত কাছাকাছি এই ভালবাসা পেয়ে আমি আপ্লুত।" বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোটারদের কাছে তিনি আবেদন জানান, "আমার প্রতি ভালবাসা যেন বজায় থাকে।"
পরিচয়পর্ব শেষে সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তরে পাঠান বলেন, "আমি শুনেছি সৌরভ গাঙ্গুলি বলেছেন বহরমপুরে আমার সামনের প্রার্থী ব্রেট লি (পড়ুন অধীর চৌধুরী)র সমতুল্য। তবে আমি ভাল পিচে ,ভাল বোলার-কে খেলতে পছন্দ করি।" তিনি বলেন, "একজন ভাল প্রতিপক্ষের বিরুদ্ধে আমার "ম্যাচ", আমি এটা উপভোগ করছি। এখানেও "খেলা হবে"।" অধীর চৌধুরীর নাম না করে ইউসুফ বলেন, "উনি পাঁচবারের সাংসদ হতে পারেন, তবে ভালর জন্য এবার এখানে পরিবর্তন হবে।"
নিজের "বহিরাগত" তকমা উড়িয়ে দিয়ে পাঠান বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের বাসিন্দা, উনি বারাণসী থেকে নির্বাচনে লড়েন। তাহলে আমি কেন বহরমপুর কেন্দ্রে "বহিরাগত" হব? এটা আমার ঘর, আমি এখানে থাকতে এসেছি। এখানকার লোকেদের জন্য অনেক কিছু পরিকল্পনা রয়েছে। এখানকার সিল্ক শিল্প নিয়ে আমার ভাবনা রয়েছে। এর পাশাপাশি একটি স্পোর্টস একাডেমি করতে চাই।" নির্বাচনী প্রচারে তাঁর স্লোগান "খেলা হবে" এবং "জয় বাংলা" হতে চলেছে বলে জানান ইউসুফ।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী